this is caption
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে তানিমুল আহমেদ তুহিন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজার সংলগ্ন গার্লস হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, সকালে কুমিল্লা থেকে নোয়াখালীগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে তুহিন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
নিহত স্কুল ছাত্র নশরতপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং লাকসাম পাইলট স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিলেন।
এমএম/কেবিএন/এএ