this is caption
আগামী অর্থবছরে রাজস্ব ঘাটতি মেটাতে মূল বাজেটের আকার কমতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, “বার্ষিক উন্নয়ন খাতে কাটছাটের পরও রাজস্ব ঘাটতি রয়েছে। আর এজন্য রাজস্ব বাজেটও কমছে।”
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ পরিদর্শণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “এ বছর মোট বাজেটের ১১ হাজার কোটি টাকা কম হবে। এর মধ্যে ৬ হাজার কোটি কেটেছে এডিবি। বাকিটা রাজস্ব থেকে কাটা হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদসহ অনেকে।
এসএইচ/কেবিএন/এএ