this is caption
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার উপ-নির্বাচনে বিএনপির সমর্থীত ৭ প্রার্থী ভোট বর্জন করে রোববার হরতালের ঘোষণা দেন।
তারা হলেন- জহির উদ্দিন হারুন, মনজুরুল হক সুমন, আবুল কালাম আজাদ, আবূল কালাম আজাদ রতন, শেখ শহীদ, মোরসেদুল আমিন ফয়সাল, মাহফুজুল হক বেলাল।
শনিবার দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।
তারা অভিযোগ করেন, “ব্যালাট বক্স ছিনতাই, জাল ভোট, নেতাকর্মীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শণ করছে সরকার দলীয় প্রার্থীরা।”
এর প্রতিবাদে রোববার চৌমুহনী পৌর এলাকায় হরতালের ঘোষণা দেন তারা।
আইএইচএস/কেবিএন/এএ