this is caption
ঝিনাইদহের হরিণাকুন্ডে দুর্বৃত্তদের বোমা হামলায় জাহাঙ্গীর হোসেন (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে তালা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জাহাঙ্গীর মন্ডলের উপর বোমা বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জাহাঙ্গীর এক সময় চরমপন্থী দলের সাথে যুক্ত ছিলেন। এখন তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর উপজেলার তালা গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে।
এসএ/কেবিএন/এএ