this is caption
সাবেক মেয়র ও সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের কুলখানী অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আসর নগরীর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুলখানীতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া-মাহফিল ও মোনাজাত করা হয়।
কুলখানীতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলের নেতাকর্মী ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শেরেবাংলা মেডিকেল কলেজ মসজিদের খতীব মাওলানা সিদ্দিকুর রহমান।
এমএমএইচ/এআরএম