this is caption
মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের যদুপুর বনিককান্দি গ্রামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ঝুমুর বনিক (১৪)। সে ভান্ডারীকান্দী এএম উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত।
শনিবার সকালে নিজ কক্ষে গলায় উড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার করা হয়।
ঝুমুর স্থানীয় বাসিন্দা লক্ষন কুমার বনিকের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে শুক্রবার রাতে কথাকাটাকাটি হয়। মায়ের সাথে অভিমান করেই ঝুমুর আত্নহত্যা করেছে।
শিবচর থানার ওসি একেএম মাসুদ জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিআর/এসএফ/রর