this is caption
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় শনিবার দুপুরে একটি প্লাস্টিকের ব্যাগ ও চট তৈরীর কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড় এলাকায় দুপুর সোয়া ২টার দিকে জিওটেক্স নামক কারখানায় বৈদ্যুতিক কাজ করার সময় আগুন লাগে। অল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়লে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা অপূর্ব বল জানান, আগুনে কারখানার বড় কোনো ক্ষতি হয়নি।
আরএস/এসএফ/রর