সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাসের কারণে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ ও লবণ।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, সহকারী কমিশনার তাহমিনা আক্তার, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
আরো পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি বলেন,‘করোনা প্রতিরোধে সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশন জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, মাস্ক বিতরণসহ গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।’
ইত্তেফাক/এএএম