নাটোরের লালপুর উপজেলায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় একজন শিশু, দুইজন মেডিকেল স্টাফ, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য ও একজন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকসহ মোট ১০জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন।
বুধবার সকাল ৯টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম আক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তি গত ৫ জুন ঈশ্বরদী সদর হাসপাতালে তার নমুনা দেয় এবং গতকাল মঙ্গলবার রাতে তার রিপোর্টে পজিটিভ এসেছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে বলেন,আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এবং আক্রান্তর সংস্পর্শে যারা ছিলো তাদের নমুনা সংগ্রহ করা হবে।
ইত্তেফাক/এমআরএম