নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনা ভাইরাসে মনিরুল ইসলাম মানিক (৩৬) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছেন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
মনিরুল ইসলাম উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদ্রিলপুর গ্রামের মোল্লা বাড়ির নুরুল ইসলামের পুত্র।
আরো পড়ুন: নাসিরনগরে করোনা উপসর্গে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘পল্লী চিকিৎসক মনিরুল ইসলাম মানিকের শরীরে গত ৬ জুন করোনা শনাক্ত হয়। এর পর থেকে সে বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার সকালে মানিকের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে তার অবস্থার আরো অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এ নিয়ে সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা ৬৭জন।
ইত্তেফাক/এএএম