ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ জুন মঙ্গলবার নতুন করে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী।
তথ্যমতে গত ৩ জুন রানীশংকৈল হাসপাতালে সংগৃহীত নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জুন মঙ্গলবার রাতে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। রোগীরা হলেন- রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের লিটন আলীর ৪ বছরের কন্যা শিশু আয়া বেগম, চাপড় পার্বতীপুর গ্রামের ভুপেন চন্দ্রের ছেলে শুভ্রদেব(১২), দক্ষিণ সন্ধ্যারই গ্রামের মোবারক হোসেনের ছেলে মুক্তার হোসেন(২০) এবং গোগর গ্রামের ইসলাম আলীর ছেলে দুলাল হোসেন (২১)। শুভ্রদেব বাদে এরা সবাই ঢাকা ও চিটাগাং ফেরত।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, নতুন শনাক্ত রোগীদের হাসপাতালের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রাখা হয়েছে।
রানীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন এবং মৃত্যুর পর করোনা নমুনা সংগ্রহের পজিটিভ রিপোর্ট আসে ৮০ বছরের এক বৃদ্ধার।
ইত্তেফাক/আরএ