কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করে পাঠানোর ৮ দিনেও রিপোর্ট আসেনি।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নূরুল হক জানান, দুই থেকে ৯ জুন পর্যন্ত ১৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো পরীক্ষার জন্য ঢাকার শেরেবাংলা নগরে ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টারে পাঠানো হয়। বুধবার পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
আরো পড়ুন : ঢাকা ছাড়লেন আরও ১৮২ অস্ট্রেলিয়ান
তিনি আরও জানান, রিপোর্ট না আসায় অনেকে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে। রিপোর্ট না পাওয়ায় এদের কিছু বলা যাচ্ছে না। নমুনা প্রদানকারীরা প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রিপোর্ট না পেয়ে হতাশ হচ্ছেন।
ইত্তেফাক/ইউবি