ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে চারজন মৃত্যু হয়েছে। এনিয়ে উপজেলায় মোট সাতজনের মৃত্যু হলো, আক্রান্ত সংখ্যা ১৮৭ জন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় সীমিত আকারে লকডাউন ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির জানান, শুক্রবার একদিনেই করোনায় আক্রান্ত ভাঙ্গা পৌরসদরের ছিলাধরচর গ্রামের আলমগীর হোসেন, নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সন্তোষ সাহা, মানিকদাহ ইউনিয়নের সুফিয়া বেগম, হামেরদী ইউনিয়নের হাসমত আলী মারা গেছেন। স্থানীয়ভাবে সতর্কতার সঙ্গে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: জমি বিক্রির টাকা লুট করতে খুন করা হয় সুন্দরিকে
উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খান জানান, প্রশাসনের পক্ষ থেকে সর্তকতামূলক প্রচারণাসহ নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
ইত্তেফাক/এসি