সাভারে শ্রমিক ছাটাই, নির্যাতন, মামলা-হামলা বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দুটি শ্রমিক সংগঠন। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, করোনাকে পুঁজি করে অনেক পোশাক কারখানার মালিকরা বেতন ভাতা পরিশোধ না করেই বিনা কারণে অন্যায়ভাবে শ্রমিকদের ছাটাই করছে। আশুলিয়ার রেজা ফ্যাশন লিমিটেডে তিন শতাধিক, মেডলার এ্যাপারেলস লিমিটেডে ২৪৫ জন, স্টারলিং ক্রিয়েশনে দুই শতাধিক, ভিনটেজ গার্মেন্টসের ৪০ জন ও শফিপুরের ময়েজউদ্দিন টেক্সটাইলে দুই শতাধিক শ্রমিককে তাদের পাওনা পরিশোধ না করেই ছাটাই হয়েছে। এছাড়া রেজা ফ্যাশন ও মেডলার এ্যাপারেলসের প্রায় ৭/৮ শত শ্রমিকের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে কারখানা কর্তৃপক্ষ। তাই অবিলম্বে শ্রমিক ছাটাই বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুর্নবহাল এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান তারা।
আরও পড়ুন: সুদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ, মুক্তিযোদ্ধা নিহত আহত ১৫
মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি