বগুড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে বালু ব্যবসায়ী এসএম শাকিলকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার বেলা ১১ টায় বগুড়া শহরের আকাশতারায় এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের সাবগ্রামের তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে এসএম শাকিল এলাকায় দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছে। বালু বিক্রিসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তার বিরোধ ছিল।
শুক্রবার ১১টার দিকে শাকিল আকাশতারা এলাকায় গিয়ে দুইজনকে মারধর করতে থাকে। এসময় তাদের সহযোগীরা শাকিলকে রাম দা দিয়ে কোপায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল আমিন নামের শাকিলের এক বন্ধু অস্ত্র মামলায় জেলে যাওয়ার পর তার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম ছিল। ওই ঘটনা নিয়ে সামাজিক বৈঠকও হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড। শুনেছি শাকিলের সাথে আল আমিনের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকিয়ার কারণে খুনের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে বেরিয়ে আসবে হত্যার মুল কারণ।
বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, নিহত শাকিলের বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। থানা পুলিশ শাকিল হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
ইত্তেফাক/কেকে