চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, জসিম উদ্দিন মোটরসাইকেলে চড়ে আমনুরা যাচ্ছিলেন, এমন সময় বাসষ্ট্যান্ড মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইলকেল এসে সরাসরি ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত ব্যক্তি ভোলাহাট উপজেলার আদাতলা গ্রামের রেজাউল করিমের সন্তান। তিনি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কম্পিউটার অপারেটর বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে