ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইকেজি গাঁজাসহ এক চোরাকারবারী যুবককে আটক করেছে পুলিশ। তার নাম জাকির হোসেন (২২)। সে উপজেলার কাশিপর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জহুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বেড়াকুটি এলাকায় দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে জাকিরকে থানায় আনা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকিরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক