খুলনায় করোনা উপসর্গ নিয়ে রওশন মোল্লা (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি নগরীর ফুলবাড়িগেট এলাকার মৃত রহিম বক্সের ছেলে।
আরো পড়ুন: চিকিৎসায় অনীহা দেখালে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থার আদেশ স্থগিত
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, সর্দি, কাশি ও শ্বাকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রওশন মোল্লা সোমবার সকাল সোয়া ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এছাড়া তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় তিনি মারা যান। করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক