সুনামগঞ্জ জেলার দুটি পৌরসভা ও একটি ইউনিয়নসহ ১৫টি এলাকাকে রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে এসব এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে এই পর্যন্ত ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ১৩২ জন। এই অবস্থায় প্রশাসন জেলার দুইটি পৌরসভা ও একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ, একটি পৌরসভা আংশিক ও ১১টি ইউনিয়নের কিছু অংশকে রেডজোন হিসেবে ঘোষণা করে।
তিনি আরও বলেন, রেডজোনে সাধারণ ছুটি থাকবে ২১ দিন। তবে সংশ্লিষ্ট অফিস, দপ্তর নিজেদের কার্যপরিধি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যান্য কার্যক্রম কোভিড- ১৯ জাতীয় প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় রেডজোন এলাকা ঘোষণা হয়েছে। সিভিল সার্জন এই বিষয়ে কী কী করণীয় চিঠি দিয়ে সংশ্লিষ্টদের জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক