ঝিনাইদহে নগদ ২২ লাখ টাকা ও ৫ কেজি ৭০০ গ্রাম রূপাসহ দুই চোরাচালানীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে টাকা ও রূপা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দপুর গ্রামের আমিরুল ইসলাম ও তোফাজ্জেল হোসেন।
আরো পড়ুন : রংপুর বিভাগে অজ্ঞাত রোগে ২০ দিনে এক হাজার গরুর মৃত্যু
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, তারা গোপন সূত্রে খবর পান বিপুল পরিমাণ নগদ টাকা ও রূপার চালান নিয়ে মেহেরপুর থেকে চোরাচালানীরা ঝিনাইদহের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সরকারি ভেটেরিনারি কলেজের সামনে ওঁত পেতে থাকে। সোর্সের বর্ণনা মত মোটরসাইকেলটি থামায় তারা। তাদের কাছে থাকা ব্যাগের ভিতর থেকে ২২ লাখ নগদ টাকা ও ৫ কেজি ৭০০ গ্রাম রূপা উদ্ধার করা হয়। রূপা ও টাকা মানিকগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়।
ইত্তেফাক/ইউবি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক