মৌলভীবাজার জেলায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জন। সংক্রমণ হার বিবেচেনা করে কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকাকে রেডজোন চিহ্নিত করে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
এলাকাগুলো হচ্ছে কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। অপরদিকে শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেডজোন চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।
এসব এলাকার ফার্মেসি ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া লকডাউন এলাকায় কৃষিপণ্যবাহী যানবাহন ও রোগী পরিবহন ছাড়া অন্য যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাতে ওই সব এলাকায় প্রশাসনের পক্ষে মাইকিং করে জানানো হয়।
ইত্তেফাক/ইউবি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক