কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাঠপাড়া গ্রামের ইয়াদ আলী মণ্ডল (৮২) নামে এক কৃষক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ফিলিপনগর মাঠপাড়া গ্রামের মৃত তেতুল মণ্ডলের ছেলে।
মৃত কৃষকের স্বজনরা জানান, গত ১৩ জুন করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা খারাপ হওয়ায় ১৪ জুন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তিনি মারা যান।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, কৃষক ইয়াদ আলী করোনাসহ নানা ধরণের রোগে ভুগছিলেন।
ইত্তেফাক/এমআরএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক