সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় একটি অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় পাথরঘাটা কোস্টগার্ডের অভিযানে পাঁচটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, গোপনে খবর পেয়ে অভিযানে জঙ্গলের মধ্য একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৫টি দেশীয় পাইপগান, ২ রাউন্ড গুলি, একটি রামদা ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: শ্মশানের জমি বাপদাদার দাবি করে লাশ সৎকারে বাধা
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাব উদ্দিন জানান, উদ্ধার হওয়া অস্ত্র এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক