টাঙ্গাইলের সখীপুর ও মানিগঞ্জের সিংগাইরে করোনায় আক্রন্ত হয়ে দুইজন মারা গেছেন।
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হালিম নামে এক পোশাক শ্রমিক (৩৫) মারা গেছেন। গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে চিকিৎসা দল। পরে শুক্রবার তার ফলাফল করোনা ‘পজেটিভ’ আসে।
আব্দুল হালিম হাতীবান্ধা গ্রামের আবু হানিফের ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান তথ্যাটি জানিয়েছেন।
আরও পড়ুন: সখীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট
এদিকে সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে করোনা আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে একজন মারা গেছেন। নিহত রফিক উপজেলার বলধারা জৈল্ল্যা গ্রামের হায়াত আলীর ছেলে। রফিকের স্বজনেরা লোকজন জানান, রফিক নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ৫/৭ দিন আগে করোনা উপসর্গ দেখা দিলে তিনি বাড়ি চলে আসে। এরপর মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। প্রথমে উন্নতি এরপর অবস্থা খারাপ হলে মানিকগঞ্জ হাসপাতাল থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় গত মঙ্গলবার। সেখানে তার নমুনা রিপোর্ট আসে পজিটিভ। পরে শুক্রবার ভোরে সেখানেই তার মৃত্যু ঘটে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ তথ্যাটি জানিয়েছেন।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক