ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৫২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ। শুক্রবার দুপুরে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ চর মঙ্গল ৮ নম্বর ওয়াডের মৃত আব্দুল হাসেম বেপারীর ছেলে মো. কামাল (৩৫) এবং একই ওয়ার্ডের মৃত ছিদ্দিক বেপারীর ছেলে মো. কবির (২৫)। শশীভূষন থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।
অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে রসুলপুর ২ নম্বর ওয়ার্ডস্থ একটি রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৫২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ইত্তেফাক/কেকে
সূত্রঃ দৈনিক ইত্তেফাক