খুলনায় রোগীর স্বজনদের হামলায় নিহত ডা. আব্দুর রকিব খান হত্যা মামলায় আব্দুল কুদ্দুস নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে রূপসা উপজেলার পালেরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডা. রাকিব হত্যা মামলায় পুলিশ ছয়জন আসামিকে গ্রেফতার করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল জানান, গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গাদাগাদি করে লঞ্চযাত্রা
এর আগে, গত বুধবার রাতে অভিযান চালিয়ে ডা. রকিব হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে গ্রেফতার করা হয়। এছাড়া গত মঙ্গলবার রাতে আব্দুর রহিম নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৪ জুন খুলনা মহানগরীতে শিউলী বেগম নামে এক প্রসূতির অস্ত্রোপচার করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে খুমেক হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়া কালে তার মৃত্যু হয়। পরে রোগীর স্বজনদের হামলায় নিহত হন ডা. রাকিব।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক