মৌলভীবাজারে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৫ জন। এদিকে ঢাকা ও সিলেট পিসিআর ল্যাবে পাঠানো আরও প্রায় সাড়ে আটশ রিপোর্ট অপেক্ষাধীন। রিপোর্ট প্রাপ্তির ধীরগতির কারণে আক্রান্তরা করোনার সংক্রামণ ছড়াচ্ছেন বলে ধারণা স্থানীয়দের।
শনিবার (২০ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে মৌলভীবাজার জেলা সদরে ২২ জন, রাজনগর একজন, কুলাউড়ায় চারজন, কমলগঞ্জে দুইজন, শ্রীমঙ্গলের পাঁচজন আছেন।
আরও পড়ুন: শুষ্ক মৌসুমে যেমন তেমন, বর্ষ এলে কথাই নেই
মৌলভীবাজার পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে পৌরসভার মেয়র বলেন, করোনার পরীক্ষার রিপোর্ট আসতে ৫ থেকে ৯ দিন লেগে যায়। অনেক রিপোর্ট এখনও আসেনি। বিলম্বে রিপোর্ট আসায় করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক