বাগেরহাটের মোরেলগঞ্জে আজ রবিবার করোনা উপসর্গ নিয়ে সোলাইমান মুন্সী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের সোহরাফ মুন্সীর ছেলে। সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেলে নেওয়ার পথে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, ওই যুবক বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা ও কাঁশিতে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যাওয়ার পথে তার মৃত্যু হয়। ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক সোলায়মান।
তিনি আরও জানান, মৃতের বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে। পরীক্ষার জন্যে ওই পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ইত্তেফাক/এএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক