কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে পড়ে আরিসা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ মাস বয়সী এ শিশুটি পরিবারের সদস্যদের চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখা গেলে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
প্রতিবেশীরা জানান, বাবা দিবসে একমাত্র আদরের কন্যা সন্তানকে হারালেন হতভাগা পিতা শরিফুল ইসলাম। বিকালেই মেয়েকে শেষ বারের মত আদর করে বাড়ি থেকে বের হন তিনি। পরে খবর পেয়ে বাড়ি ফিরে অসহায়ত্ব নিয়ে কাঁধে নেন সন্তানের লাশ।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা শরিফুল ও মা কামরুন্নাহার দম্পতি। তার মৃত্যুতে পরিবার জুড়ে চলছে শোকের মাতম। রবিবার রাত ১০টায় শিশুটিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/এমআরএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক