আদিতমারীতে ট্রলি উল্টে সুবল চন্দ্র (৫২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।রবিবার রাতে উপজেলা সারপুকুর ইউনিয়নের সবদল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত শরৎ চন্দ্রের ছেলে।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন থেকে উপজেলার সারপুকুর সবদল এলাকার আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাট্রিনের ঢালাইয়ের কাজ চলছে। প্রতিদিনের মত কাজ শেষে ৭/৮জন নির্মাণ শ্রমিক ট্টলিযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রলিটি গর্তে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে সুবল চন্দ্র রায় নামের এক নির্মাণ শ্রমিক নিহত হন। এতে আরও ৩জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়া হয়েছে। পরে অবস্থার অবনতি হলে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ দিলে আইনিব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক