ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামে আজ মঙ্গলবার টাকা না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে রাজিব (৩৫)। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ যোবাইদ কবির চৌধুরী ওরফে রাজিবকে আটক করেছে।
জানা গেছে, নিহত হুমায়ুন কবির (৭৫) উপজেলা পাড়াতলী গ্রামের মৃত মাজেদুল ইসলামের ছেলে। রাজিব প্রতিদিনের মতো আজ ও বাবার কাছে টাকা চাইলে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাথাড়ি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপালে ঘটনাস্থলে হুমায়ুন কবির মৃত্যু মারা যান।
মৃত হুমায়ুনের স্ত্রী নিলুফা বেগম জানান, রাজিব প্রায়ই তার বাবার কাছ থেকে টাকা নিত, আজ টাকা না দেয়ার কারণে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ সালাউদ্দি চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন। এ রির্পোট লিখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মৃত হুমায়ুন কবির বিদ্যুতায়ন বোর্ডের একজন অবসর প্রাপ্ত কর্মচারী ছিলেন।
ইত্তেফাক/কেকে
সূত্রঃ দৈনিক ইত্তেফাক