কক্সবাজারের টেকনাফ থেকে পাচারকালে বিজিবি জওয়ানেরা যানবাহনে তল্লাশি চালিয়ে ৭১ ভরি স্বর্ণসহ বালুখালী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
আটক রোহিঙ্গার নাম মো. শফি উল্লাহ (৪০)। তিনি রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের ব্লক-সি/১৯ এর বাসিন্দা মো. রশিদ আহমেদের ছেলে।
সুত্র জানায়, গত বুধবার (৮জুলাই) সন্ধ্যা ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস যানবাহনে তল্লাশি চালায়। এসময় শফি উল্লাহর পাঞ্জাবির ভেতরের পকেট হতে একটি স্বর্ণের পোটলাসহ তাকে আটক করা হয়। পরে ব্যাটালিয়ন সদরে নিয়ে পরিমাপ করে ৭১ভরি ১আনা ৫ রতি ৫ পয়েন্ট স্বর্ণ পাওয়া যায়। যার বাজার মূল্য ৪৩ লাখ দুই হাজার ৭৪৭টাকা।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, আটক রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে কর ফাঁকি এবং পাচারের অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক