রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ছোট ভাই খলিল(৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার(১০ জুলাই) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত খলিল উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম দেবু আমডারা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
জানা যায়, ওই গ্রামের জলিল মিয়ার বড় ছেলে এন্তাজ মিয়ার সাথে ছোট ছেলে খলিল মিয়ার দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন গত বুধবার আবারো তাদের মাঝে বিরোধ দেখা দেয়। এর এক পর্যায়ে বড় ভাই এন্তাজ মিয়া ছোট ভাই খলিল মিয়াকে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করে। পরে খলিলকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
তাম্বুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
সূত্রঃ দৈনিক ইত্তেফাক