গত কয়েক দিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মগড়া ও ধনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মদন উপজেলার গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের ৫০ পরিবারসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের শতাধিক পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন এলাকার সবজি, আমন বীজতলা, পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলার মাঘান, গোবিন্দশ্রী ,মদন, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলোতে এখনও সরকারি সহযোগিতা পৌঁছেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের গুচ্ছ গ্রামে শুকনো খাবার নিয়ে পরিদর্শন করা হয়ছে। ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক