দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর নিচে আনন্দ ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া ২ যুবকের লাশ উদ্ধার হয়েছে এবং এ ঘটনায় শনিবার (১১ জুলাই ৫ জনকে গ্রেফতার করেছে দাউদাকন্দি থানা পুলিশ।
গেল ৯ জুলাই দিবাগত রাত ৩ টায় দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর নিচে আনন্দ ভ্রমণে গিয়ে ঢাকার ধানমন্ডির ঝিগাতলা এলাকার মনেশ্বর রোডের প্রথম লেনের বাসিন্দা মোজাফফর বেপারির পুত্র সজীব (৩০) এবং হাজী আব্দুর রহিমের পুত্র তানভীর হোসেন (২৫) নৌকা ডুবিতে নিঁখোজ হয়।
জানা যায়, তারা ১০/১২ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দাউদকান্দি সদরের সাহ পাড়া এলাকার সামছু খন্দকার এর পুত্র বাবু খন্দকার এর বাড়ি আসে। তারা রাতে নৌকায় করে আনন্দ ভ্রমণে গেলে একটি বালু ভর্তি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে গেলে অন্যেরা সাঁতর কেটে তীরে উঠতে পারলেও সজীব এবং তানভীর হোসেন উঠতে না পারায় তারা ২ জন নিখোঁজ হয়। দাউদকান্দি ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দুই দিন ধরে চেষ্টা করে শনিবার (১১ জুলাই) লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে স্টেশন অফিসার ফয়েজ আহমেদ।
এ ঘটনায় গ্রেফতার ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাবু খন্দকার, শুভ, আবু রায়হান মুন্না, আশিক ও এমদাদ।
ইত্তেফাক/এমএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক