কোটালীপাড়া উপজেলায় নতুন করে ২ পুলিশ সদস্যসহ ৬জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭জনে। এর মধ্যে ৯৪জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১জন। আক্রান্ত ৬২জন আইসোলেশনে আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (১১ জুলাই) ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের ২জন, শুয়াগ্রাম ইউনিয়নের ডুমরিয়ায় গ্রামের ১জন, পৌরসভার ঘাঘরকান্দা গ্রামের ১জন ও কোটালীপাড়া থানার ২ পুলিশ সদস্যসহ মোট ৬ জনের রবিবার রাতে (১২ জুলাই) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক