বাগেরহাটে করোনার উপসর্গ নিয়ে অ্যাডভোকেট এনামুল হক টিপু (৬০) মারা গেছেন। মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শহরের কাপুড়িয়া পট্টিতে বসবাসকারী টিপু বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায়ত প্রধান শিক্ষক শেখ দবির উদ্দিনের প্রথম সন্তান। তিন দিন আগে টিপুর করোনা উপসর্গ দেখা দিলে তার ছোট ভাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. জহিরুল হক তার ভাইকে তার হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করেন। নমুনা সংগ্রহ করে রিপোর্ট আসার আগেই মঙ্গলবার রাতে টিপু মারা গেলেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৮ জন, ফকিরহাট উপজেলায় ৮ জন, কচুয়া উপজেলায় ২ জন, চিতলমারী উপজেলায় ১ জন ও মোংলা উপজেলায় ১ জন। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৩ জনে। এরমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। ১৯০ জন সুস্থ হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/ইউবি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক