পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ নৌরুটে প্রবল স্রোত ও নাব্যতা সঙ্কটের কারণে চলতে পারছে না ফেরিগুলো। বহরের ১৬টি ফেরির মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে মাত্র ৬টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। শিমুলিয়া ঘাটে অন্তত আট শতাধিক যানবাহন আটকে আছে। প্রচÐ গরমে ঘাটে আটকা পড়া জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, পদ্মা প্রবল স্রোত আর নাব্য সঙ্কটে ফেরিগুলো ঠিকভাবে চলতে পারছে না। দুই ঘণ্টার জায়গায় একটা ফেরির আপডাউনে সময় লাগছে প্রায় সাড়ে চার ঘণ্টা।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর হিলাল উদ্দিন জানান, গাড়ির চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। যাত্রীরা অস্থির হয়ে উঠেছে। ফেরির চলাচলে সমস্যার কারণে চাপ পড়েছে লঞ্চ ও স্পিডবোটের ওপর।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক