বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২০ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এবং আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৪৬৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১০ জন মারা গেছেন।
মৃত ব্যক্তিদের ভিতর আমতলী উপজেলার আব্দুল মান্নান (৬৭)। সিভিল সার্জন কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২২৭।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২০ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮ জন, বেতাগী উপজেলায় ০২ জন তিনজন, পাথরঘাটায় ০৪ জন, আমতলীতে ০২ জন ও তালতলীতে ১ জন রয়েছেন।
জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
সূত্রঃ দৈনিক ইত্তেফাক