নেত্রকোনা মদনের মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদির (৪১) নামক এক তাইমেস্তুরি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে মালয়েশিয়ার ইপো জেলা আইটায়ার গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তার ছোট ভাই সেনা সদস্য ইনজামুল কাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই প্রবাসী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর আগপাড়া গ্রামের আব্দুল জহুরের ছেলে। আব্দুল কাদির ২০১০ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান।
নিহত প্রবাসীর ভাই সেনা সদস্য ইনজামুল কাদের জানান, আমার ভাই শুক্রবার বন্ধুদের সাথে খাবার খেতে হোটেলে যায়। খাবার খেয়ে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার পেছন দিক দিয়ে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় চালক ও প্রাইভেটকারটি আটক করা হয়। আমরা মালয়েশিয়া উনার রোম ম্যাট মন্ধুদের সাথে কথা বলেছি লাশ হাসপাতালের হিমাগারে আছে। মালিক লাশ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
নিহত প্রবাসী আব্দুল কাদিরের তিনজন মেয়ে রয়েছে। ওই পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পরিবারটি দিশাহারা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি মো: রমিজুল হক জানান, বিষয়টি যেহেতু আমার দেশের নয়। এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে উনার লাশ দেশে আনা হলে স্বাস্থ্য বিধি মেনে যেন দাফন করা হয়।
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক