দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার সকালে চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক