রাজবাড়ীতে কিন্ডারগার্ডেন স্কুল পরিচালক, শিক্ষক ও কর্মচারীরা প্রধানমন্ত্রী বরাবর আর্থিক অনুদানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে রাজবাড়ীর প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজবাড়ী জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন।
মাবনবন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম টিপু, সহ-সভাপতি ওয়াজিউল্লাহ মন্টু, কোষাধ্যক্ষ মোহম্মদ কাজী নজরুল ইসলাম, কাজী নাজমা শাকিব মেহেদী, মকবুল হোসেন, চৌধুরী রফিকুল দৌলা বাবলু, খন্দকার আব্দুর রউফ সহ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ইত্তেফাক/এমএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক