সুনামগঞ্জে পৃথক নৌকা ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বাবা-মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকা থেকে শনিবার রাতে পাশের জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে নারী, শিশুসহ ছয়জন একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে আমানীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। উপজেলার শয়তানখালী হাওরে পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় এ সময় নৌকায় থাকা লোকজনের চিৎকারে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে এসে অন্যদের উদ্ধার করলেও বাবা ও মেয়ে নিখোঁজ হন।
এদিকে রবিবার সকালে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে নৌকার ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টায় নিখোর্ঁজ ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম তৌফিক মিয়া (৩০)। তিনি উপজেলার খলিশাজুরী গ্রামের মুক্তিযুদ্ধা মো. ফকির সিরাজ মিয়ার ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গতকাল নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ওই যুবকের মরদেহ রবিবার সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক