জয়পুরহাটে ডেকোরেটর মালিক সমিতির আড়াইশ সদস্য করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের কাছে প্রণোদনা দাবি করা হয়েছে।
সোমবার জয়পুরহাট প্রেসক্লাবে জেলা ডেকোরেটর মালিক সমিতি প্রণোদনার দাবিতে এক সংবাদ সম্মেলন এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার। এ সময় জেলা ডেকোরেটর মালিক সমিতির সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, কালাই উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্তমান মহামারী করোনার কারণে লোক সমাগমে বিধিনিষেধ থাকায় কোন প্রকার সরকারি বেসরকারি অনুষ্ঠান হচ্ছে না। ফলে তাদের ব্যবসা বন্ধ রয়েছে উল্লেখ করেন ডেকোরেটর মালিক সমিতি সদস্যরা। তাদের কর্মচারীদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়াও ডেকোরেশন কাজে ব্যবহৃত প্রায় এক কোটি টাকার জিনিসপত্রও নষ্ট হয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে সমিতির সদস্যরা আশা ব্যক্ত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত দয়াশীল। সেই কারণে কর্মহীন হয়ে পড়া ডেকোরেটর মালিক শ্রমিকদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে একটি প্রণোদনার ব্যবস্থা করবেন।
ইত্তেফাক/এমআরএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক