মহেশখালী পৌরসভার সি বিচের কাছে চর পাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছে। নিহত শাহাজালাল চরপাড়া গ্রামের ফোরকান আহাম্মদ প্রকাশ বাসিন্যার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
নিহতের ভাই জাহেদ সওদাগর জানায়, রাত ১১টার দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পর স্থানীয় নুরুজ্জামান নামের এক যুবক দোকানে শাহাজালালের রক্তাক্ত দেহ দোকানে পড়ে থাকতে দেখে তার ভাইদের খবর দেয়। পরিবারের লোকজন দ্রুত শাহাজালালের দোকানে গিয়ে দেখতে পায় তার পেট, পিঠে, কোমর, পায়ে প্রায় ১৫বার ছুরিকাঘাত করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য কমেক মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক