পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলায় কোয়েল (৩০) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির বর্তমান ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলামের নের্তৃত্বে পুলিশ পাকশী মেরিন পাড়া এলাকায় বাড়ির নিকট থেকে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ অক্টোবর সকালে পাকশী রেলওয়ে কলেজের পেছনে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার হয়। এঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। পরে তদন্তের পর কোয়েলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এই মামলা এখনও আদালতে বিচারাধীন।
ইত্তেফাক/এসি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক