ভোলায় গরু কিনতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল কালাম কালু (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কালাম কালু লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত হাসেম চৌকিদারের ছেলে। এছাড়াও নিহত কালু লালমোহনের গাজারিয়া বাজারের একজন কাঠ ব্যবসায়ী।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরে লালমোহন উপজেলার ডাওরী বাজারের ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল কালাম কালু দুপুরের দিকে ডাওরী বাজারের গরুন হাটে গরু কিনতে যায়। কিন্তু দাম বেশি হওয়ায় গরু না কিনে হাট থেকে বের হয়ে যায়। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ডাওরী বাজারের রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি ভোলা থেকে চরফ্যাশন গামী ছিল। নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। আনুষ্ঠানিকতা শেষে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ।
ইত্তেফাক/এমএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক