ঝিনাইদহে করোনা উপসর্গে আরও দু’ জন মারা গেছেন। তারা হচ্ছেন, কালীগঞ্জের নারায়ণ চন্দ্র মণ্ডল ( ৬৬ ) ও ঝিনাইদহ শহরের আরাপপুরের শাহিদা রহমান ( ৬৮ )। বুধবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে তারা মারা যান।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব কুমার সাহা জানান, তারা দু জনই করোনার উপসর্গ জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তারা মারা যান। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে ঝিনাইদহ জেলায় করোনা সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার এক দিনেই ৬৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭’শ ৪৬ জন। আর মারা গেছেন ১৬ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৪৯ জন সদর উপজেলায়, ৪ জন শৈলকুপা উপজেলায়, একজন হরিণাকুণ্ডু উপজেলায়, ২ জন কোটচাঁদপুর উপজেলায় ও ৮ জন কালীগঞ্জ উপজেলায় রয়েছে।
তিনি বলেন, মানুষ একদম স্বাস্থ্যবিধি মানছে না। এমনকি মাস্ক ছাড়া হাট বাজারে ঘুরাঘুরি করছে। গায়ের সাথে গা ঘেঁষে কেনাকাটা করছে। এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
ইত্তেফাক/এমআরএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক