বরগুনায় ২৪ ঘণ্টায় এনজিও পরিচালক, শিক্ষক, ব্যাংকারসহ ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৫৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১২ জন মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়েরর স্বাস্থ্য বিভাগের তত্ববধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২৭৮ জন। বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১০ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭ জন, বামনা ২ ও বেতাগীতে ১ জন করে রয়েছেন।
জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক