সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের চলাচলকারী পরিবহনে চাঁদাবাজির সময় আনোয়ার হোসেন (৩২) নামের এক চিহ্নিত চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আনোয়ার হোসেন নীলফামারী জেলার জলঢাকা থানার ইয়াছিন হোসেনের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকার বাচ্চু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহনে চাঁদাবাজি করতো।
আরো পড়ুনঃ মেলান্দহে বন্যা পরিস্থিতির অবনতি
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ জানান, আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় লাব্বাইক পরিবহন থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি বাস থেকে চাঁদা আদায়ের সময় আনোয়ার হোসেন নামে এক চাঁদাবাজকে আটক করা হয়। তবে এসময় তার সাথে থাকা ৫-৬ জন সঙ্গী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক